বরিশাল নগরীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বিজয় মিছিল

কোপা আমেরিকা কাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৭টা ৩৫ মিনিটের সময় রেফারী বাঁশি বাজিয়ে খেলার ইতি টানলে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হট ফেবারেট আর্জেন্টিনা। এ সময় আর্জেন্টিনা সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠে।
নগরীর কাউনিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি ছোট দোকানের সামনে কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা দেখার আয়োজন করে শিশুরা। সেখানে শিশু-তরুন ও যুবকরা একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। তাদের মধ্যে বেশীরভাগই ছিলো আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই পতাকা নিয়ে বিজয় মিছিল করে তারা। মিছিলটি ওই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শুরুর স্থলে গিয়ে শেষ হয়।
এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়, ক্লাবে-বাসায় দলগতভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার জমজমাট ফাইনাল উপভোগ করেন বহু মানুষ।
কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলা নিয়ে বরিশাল নগরীতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।